১৮ কার্তিক, ১৪৩১ - ০২ নভেম্বর, ২০২৪ - 02 November, 2024

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সিনেমা তৈরি করবেন রাফী

আমাদের প্রতিদিন
4 days ago
51


আমাদের ডেস্কঃ
এ সময়ের অন্যতম সুপারহিট পরিচালক রায়হান রাফী। দিচ্ছেন একের পর এক হিট চলচ্চিত্র। আফরান নিশো থেকে শাকিব খান, রাফী ম্যাজিকে উজ্জ্বল সবাই। এবার রাফী ঘোষণা দিলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন তিনি। গত শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে রায়হান রাফী ঘোষণা দেন চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে সিনেমা তৈরির। ড. মুহাম্মদ শহীদুল্লাহ অ্যাকাডেমিক ভবনে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ নিয়ে আলোচনাকালে এই ঘোষণা দেন ‘তুফান’ নির্মাতা। রাফী বলেন, ‘জুলাই অভ্যুত্থানে এত এত গল্প যেগুলো নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব দ্রুত নির্মাণ করার। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক। আর আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প, কেন আমি বানাব না!’ রাফী আরো বলেন, ‘সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।’ 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth